লক্ষদ্বীপে প্যাটেল-রাজ
আমরা বাঙালি। ভাতে মাছে বাঙালি। ভাবুন তো, কাল যদি হঠাৎ করে সরকারিভাবে সমস্ত স্কুলগুলোয় মিডডে মিলে ইডলি, সাম্বার খেতে দেওয়া শুরু করে, ভালো লাগবে আপনার? নিশ্চয়ই লাগবেনা তাইতো? সেটাই তো স্বাভাবিক। যে পরিবেশে,যে খাদ্যভাসে আমরা বড় হয়ে উঠি,সেটা রাতারাতি পরিবর্তন যেমন অসম্ভব তেমনই এই পরিবর্তন করতে চাওয়াটাও অপরাধ। ঠিক এই জিনিসটাই চলছে, ৩৬টি ছোটো ছোটো দ্বীপ নিয়ে গঠিত,মাত্র ৩২ বর্গ কিলোমিটার আয়তনের,ভারতের ক্ষুদ্রতম "কেন্দ্রশাসিত অঞ্চল" লক্ষদ্বীপে।
'Lakshadweep Animal Preservation Regulation' ।
এই খসড়া অনুযায়ী গরুর মাংস খাওয়া,এক্সপোর্ট,ইম্পোর্ট এমনকি 'any form of beef ' রাখার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এক্ষেত্রে প্রায় ১০ বছর সশ্রম কারাদণ্ড বা ১০ লক্ষ টাকা জরিমানা পর্যন্ত হতে পারে!
সমুদ্র পরিবেষ্টিত হওয়ায় স্বাভাবিক ভাবেই তাঁদের খাদ্যভাসে সামুদ্রিক মাছের প্রাধান্য রয়েছে। কিন্তু ওখানকার সরকারি স্কুলে মিডডে মিলে চালু করা হচ্ছে, 'সম্পূর্ণ নিরামিষ আহার'। প্রসঙ্গত,মোট জনসংখ্যার ৯০ শতাংশের বেশি মানুষ মালয়ালি মুসলমান।
এছাড়াও রয়েছে, 'Lakshadweep Development Regulation Authority Draft'।
যার খসড়া অনুযায়ী, যেকোনো জমিকে সরকার 'উন্নয়নমূলক কর্মসূচির' অন্তর্গত করতে পারে এবং জমিটি সরকারি বলে ঘোষণা করতে পারে । এক্ষেত্রে ওই নির্দিষ্ট জায়গার মালিকানা যার কাছে রয়েছে, সেই ব্যক্তি এই পদক্ষেপের বিরুদ্ধে কোনোরকম প্রশ্ন তুলতে পারবেনা, এমনকি কোর্টে পর্যন্ত যেতে পারবে না।
তবে শুধু খাদ্য, বাসস্থানেই শেষ নয়;
'Lakshadweep Prevention of Anti-social activities Regulation', জানুয়ারী ২০২১ এর এই আইন অনুযায়ী, প্রশাসন যেকোনো ব্যক্তিকে এক বছর পর্যন্ত আটকে রাখতে পারে, এবং সেটাও কোনোরকম 'Public disclosure' ছাড়াই।
আপনি কি খাবেন, কি পড়বেন,আপনার জমি আদৌ আপনার কিনা, আপনি সে সম্পর্কে কিস্যু জানেন না। রাতারাতি আপনাকে বদলে ফেলতে হবে সব। এবং, আপনার প্রশ্ন করার অধিকার ও নেই, তাহলেই ওই যে 'Gunda Act'...
আর এই সমস্ত কিছু যার মস্তিস্কপ্রসূত বা যার দ্বারা কার্যসম্পাদন চলছে, তিনি আর কেউ নন, ডিসেম্বর ২০২০-তে শপথ গ্রহণকারী, লক্ষদ্বীপের অ্যাডমিনিস্ট্রেটর "প্রফুল্ল খোদা প্যাটেল"।
হীরক রাজার দেশে সিনেমায় যা দেখেছিলাম, ভারতের মাটি প্রতি দিন, প্রতি মুহূর্তে তা বাস্তবে দেখিয়ে চলেছে! কিন্তু সব রাজার মূর্তিকেই ভেঙে পড়তে হয়,আজ নয়তো কাল। সেই দিনের অপেক্ষায় রইলাম।
Comments
Post a Comment