দুর্যোগের দিন-রাত্রি

দিন কয়েক ধরে কেমন মনের ভিতর টা আনচান করছে। একের পর এক খারাপ খবর আসতেই আছে। একে তো মহামারীর তান্ডবে জীবন ওষ্ঠাগত, আর অপরদিকে প্রাকৃতিক বিপর্যয়ের ভয়াবহতা। কি যে হচ্ছে চারিদিকে!!

গোটা বিশ্ব যখন মহামারিতে একদিকে ঝুঝ্ছে শত শত লোক মারা যাচ্ছে, চারিদিকে পজিটিভ কেস্ যখন গিজগিজ করছে আবার অন্য দিকে ঘূর্ণীঝড় যস্ আছড়ে পড়েছে, মানুষ তার নিজের ভিঁটেমাটি ছেড়ে নিরাপদ আশ্রয়স্থলে যাবার চেষ্টায়। উপকূলবর্তী অঞ্চলের পরিস্থিতি দেখার মত নেই। ঝড়ের দাপটে হোটেল দোকান সব ভেঙে তছ্নছ্।

আজ আবার পূর্ণিমার রাত। ভরা কোটালে সমুদ্র উত্তাল। কত জন্তু জানোয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেমন যেন সবসময় একটা আতঙ্ক বুকের ভেতর। দেখলাম গতকাল হালিসহর ব্যান্ডেল  চুুঁচুড়ার দিকটায় আবার ছোটখাট টর্নেডো হয়েছে। মানে আমাদের ভোগান্তির শেষ নেই। 

যাই হোক এই কঠিন পরিস্থিতিতে এত দুর্যোগের মধ্যে সবাই কে একে অপরের পাশে দাঁড়ান। মানবিকতার সাথে অবশ্যই। 

সবাই সুস্থ থাকুন । ভালো থাকুন। ।

Comments

  1. Amra aaj ja bhog korchi ta amader e paaper shasti, ja prokriti amader diche. Ghurnijhor ta na hoi amader hate 6ilona kintu corona poristhiti ta to amra nijer hatei kharap korechi. Jai hok esober modhyeo manush manusher dike hat bariye diche etai ekta positive bapar.

    ReplyDelete

Post a Comment

Popular Posts